• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নতুন শিক্ষাক্রমকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। এটি এগিয়ে যাবে। তবে যারা নতুন এ কার্যক্রমের বিরোধিতা করছেন। আমরা সেটিও লক্ষ রাখছি। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে কারো কোচিং ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, কেউ কেউ ভাবছেন তাদের নোট-গাইডের ব্যবসা চলবে না। যে কারণে ভেতরে ভেতরে তারা এর বিরোধিতা করছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আমি শিক্ষার্থীদের বলবো ভালোভাবে পড়াশোনা করতে। মুখস্থ নয়, শিখে শিখে পড়া আত্মস্থ করতে, যেন তা প্রয়োগ করা যায়।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম থাকবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা জেনে বুঝে শিখে প্রয়োগ করতে দক্ষ-যোগ্য মানুষ হবে। আমরা বিজ্ঞান-প্রযুক্তির ওপর যেমন জোর দিচ্ছি, একই সঙ্গে মানবিক সৃজনশীল মানুষ হওয়া জরুরি; সেদিকেও আমরা জোর দিচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফায়েল আহমেদ ভূইয়া। সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ে গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

Place your advertisement here
Place your advertisement here