• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

চিত্রকর্ম সহজবোধ্য করাই শিল্পীর সার্থকতা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রতিটি চিত্রকর্মের নিজস্ব ভাষা রয়েছে। যে শিল্পী তুলির আঁচড়ে চিত্রকর্মটিকে সহজবোধ্য করে তুলতে পারেন, সেটিই তার সার্থকতা।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৫নং গ্যালারিতে প্রবাসী চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের ‘কালার’স অব লাইফ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ফরিদা ইয়াসমিন পারভীনের প্রতিটি ছবি যেন কথা বলছে, জ্বলজ্বল করছে। বিমূর্ত ছবির ধারণা থেকে তিনি ছবিগুলো আঁকলেও এগুলোর বাস্তবতা রয়েছে।

তিনি আরো বলেন, ফরিদা ইয়াসমিন পারভীন শখের বশে ছবি আঁকা শুরু করলেও তার এ প্রদর্শনী দর্শকনন্দিত হবে। তার সন্তানরা যেভাবে মাকে উৎসাহ দিয়েছে সেটি প্রশংসার যোগ্য।

এ সময় তরুণ প্রজন্মকে এ ধরনের প্রদর্শনী থেকে নান্দনিকতা ও সৃজনশীলতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের প্রথম একক চিত্রপ্রদর্শনী সপ্তাহব্যাপী (২০-২৬ মার্চ) পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে তার শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে।

Place your advertisement here
Place your advertisement here