• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

লাইসেন্সহীন হজ এজেন্সির সঙ্গে লেনদেন না করার অনুরোধ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

হজযাত্রীরা যাতে কোনো ধরনের প্রতারণা শিকার না হন তাই লাইসেন্সবিহীন হজ এজেন্সির সঙ্গে লেনদেন না করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি, গ্রুপ, কাফেলা নামে হজযাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, হজযাত্রী ও হজ এজেন্সিসহ হজ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ ও ওমরাহ লাইসেন্স নেই— এমন ব্যক্তি, গ্রুপ, গ্রুপ লিডার, কথিত মোয়াল্লেম কিংবা লাইসেন্সবিহীন বিভিন্ন কাফেলার নামে হজ ও ওমরাহ যাত্রী সংগ্রহ এবং তাদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে হজযাত্রীরা এবং হজ এজেন্সি প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। 

তাই ধর্ম মন্ত্রণালয়ের স্বীকৃত হজ এজেন্সি সম্পর্কে নিশ্চিত হয়ে এজেন্সির সঙ্গে সরাসরি লিখিত চুক্তি সম্পাদনের মাধ্যমে লেনদেন করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

হজে নেয়ার নামে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি, গ্রুপ, গ্রুপ লিডার, কথিত মোয়াল্লেম ও কাফেলার সঙ্গে হজ সংক্রান্ত যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকতেও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি এ ধরনের ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

Place your advertisement here
Place your advertisement here