• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

স্বাধীনতার ৫০ বছরে নারীদের প্রাপ্তি অনেক: দীপু মনি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পরে নারীদের অগ্রগতিতে প্রাপ্তি অনেক। তবে অধিকার প্রশ্নের নারীরা অনেক দূর এগিয়ে গেলেও সামাজিক কিছু রক্ষণশীলতা আছে।

শনিবার সকালে মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর বিজয় নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে এ সভার আয়োজন করা হয়।

ডা. দীপু মনি বলেন, পুরুষের ভাষা দিয়ে নারীকে দমিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে। নারী পুরুষের সাম্য প্রতিষ্ঠা করতে, নারীর অংশীদারিত্ব বৃদ্ধি করতে হলে পুরুষকে এ আন্দোলনে যুক্ত করতে হবে। রাজনীতিতে নারীর অগ্রগতির জন্য তাদের আত্মবিশ্বাস তৈরির জন্য আরও কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা এগিয়েছি অনেক দূর, কিন্তু যেতে হবে আরো বহুদূর। নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে তাদের অধিকার প্রতিষ্ঠায় নারীবান্ধব রাজনীতি ও নারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন জাতীয় অধ্যাপক স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. শাহলা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার সুরাইয়া বেগম। এছাড়া সুইডেন অ্যাম্বাসির অ্যাম্বাসেডর মিস আলেকক্সান্দ্রা বার্গ ভন লিন্ডসহ অন্যরা বক্তব্য দেন।

Place your advertisement here
Place your advertisement here