• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

প্রচুর খাদ্য মজুত আছে, হা-হুতাশের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের পণ্যে মূল্যবৃদ্ধির কোনো সুযোগ নেই। আমাদের প্রচুর পরিমাণে খাদ্য মজুত রয়েছে। তাই ক্রেতাদের হা-হুতাশ করার কিছু নেই। শুক্রবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে ডিজিটাল পল্লির স্মার্ট ভিলেজ এক্সপো উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু দরিদ্র-অসহায় নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যবিত্ত মানুষের কথাও চিন্তা করেন। তিনি বলেছেন, সবার জন্য যা ন্যায্য- তাই হওয়া উচিৎ।

তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে কোনো খাদ্যের সংকট নেই। রমজানের আগেই এক মাসের বাজার করার কোনো প্রয়োজন নেই।

টিপু মুনশি বলেন, রোজায় দুটি ধাপে ১০ কোটি মানুষের কাছে ওএমএস এবং টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। যেসব ব্যবসায়ী পবিত্র রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি করে ভোক্তাদের ঠকাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন, শরীয়তপুর-৩ আসনেরসংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মাসুদ আলম, ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here