• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের নীতিতে বিশ্বাসী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের নীতিতে বাংলাদেশ বিশ্বাসী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। এছাড়া বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ৪৯তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স (সিএফএম) সম্মেলনে এসব কথা বলেন তিনি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মৌরতানিয়ায় সংযমতা: নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি’ আলোচ্য বিষয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে ড. মোমেন বাংলাদেশের অর্থনীতির বিচক্ষণ পদক্ষেপের ওপর আলোকপাত করেন। তিনি বিশ্বের বিভিন্ন অংশে সন্ত্রাসবাদের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে সদস্য রাষ্ট্র এবং নেতাদের সক্রিয় ভূমিকা নেয়ার ওপর জোর দেন। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি।

সম্মেলনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ৪৯তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ব্যুরোর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাংলাদেশের মনোনীত প্রার্থী শীপা হাফিজা ইরান-তুর্কিয়ের সঙ্গে এশিয়া গ্রুপ থেকে স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশনের (আইপিএইচআরসি) নির্বাচনে জয়ী হয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here