• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

৪৫তম বিসিএস: প্রতিবন্ধী প্রার্থীদের ‘শ্রুতি লেখক’ দেবে পিএসসি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতি লেখকের সুবিধা দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীদের (যেসব প্রতিবন্ধী প্রার্থী শ্রুতি লেখক চান) আগামী ৩০ এপ্রিলের (বৃহস্পতিবার) মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন তাদের পিএসসি থেকে শ্রুতি লেখক দেওয়া হবে। প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যারা শ্রুতি লেখক চান তাদের ৩০ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন বিপিএসসির প্রধান কার্যালয় আগারগাঁওয়ে আবেদন ফরম জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতি লেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের ডাক্তারি প্রত্যয়নপত্র, সমাজসেবা অধিদফতরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বা সমমর্যাদার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here