• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, রাজধানী ঢাকায়ও ঝড়ের পূর্বাভাস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সারা দেশের আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ। বিভিন্ন অঞ্চলে বৃষ্টির খবরও পাওয়া গেছে। আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকাসহ পাঁচটি বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহ্স্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭ মিলিমিটার, রাজারহাট ও ময়মনসিংহে ৫ মিলিমিটার, নেত্রকোনায় ৪ মিলিমিটার, তেঁতুলিয়া ও মাদারীপুরে ৩ মিলিমিটার, ঢাকা, যশোর ও চাঁদপুরে ২ মিলিমিটার এবং টাঙ্গাইল, পটুয়াখালী ও মাইজদীকোর্টে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, নিকলি, ঈশ্বরদী, শ্রীমঙ্গল, ভোলা, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও ডিমলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস আর গতকাল দেশের সবোর্চ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Place your advertisement here
Place your advertisement here