• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ হবে: স্থানীয় সরকারমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন,  রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। আমি ওয়াসাকে বলবো তারা যেন এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করে। 

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওয়াসার বিল সংগ্রহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, গুলশানে পানির দাম ১৫ টাকা, যাত্রাবাড়ীতেও ১৫ টাকা। এলাকাভিত্তিক সবকিছুই করা হবে। ওয়াসাকে আমি বলবো হোল্ডিং অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।

আমাদের কানেকটিভিটি ইমপ্রুভ করতে হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, আমাদের এ শহরে কত মানুষ থাকবে তা ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না, তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। লোকজন ঢাকায় আসবে আবার চলে যাবে। দেশের সব মানুষকে ঢাকায় রাখতে পারবো না।

মন্ত্রী আরো বলেন, বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। তাই ঢাকায় আসা-যাওয়া থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে।

Place your advertisement here
Place your advertisement here