• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত: আইজিপি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত রয়েছে। নির্বাচনের সময় যেভাবে পুলিশকে দায়িত্ব দেবে সেইভাবে দায়িত্ব পালন করা হবে।

বুধবার বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষী একটি প্রতিষ্ঠান। পুলিশ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলার দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে পুলিশ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একই প্ল্যাটফর্মে কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে কাজ করছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন সম্ভব হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে যেকোনো চ্যালেঞ্জ পুলিশ নিতে প্রস্তুত আছে।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক হিসেবে কাজ করে। আমরা একসঙ্গে-একযোগে কাজ করি। এমন কোনো ঘটনার অভিযোগ এলে প্রত্যেকটি ঘটনা অবশ্যই তদন্ত  করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ আরো অনেকে।

Place your advertisement here
Place your advertisement here