• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায়: রেলমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্বাচন এলেই বিএনপি ও জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে বিভিন্ন মহল ধর্মের অপব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এসব মহল সরকারের বিরুদ্ধে গুজন-অপপ্রচার চালায়। মিথ্যাচার করে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করে। পঞ্চগড়ের আগে ব্রাহ্মণবাড়িয়াতেও একই পরিস্থিতি হয়েছে। এসব ঘটনায় বিএনপি-জামায়াত চক্র সরাসরি জড়িত।

বুধবার পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে আহমদনগর এলাকার ২০৬টি পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণকালে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, সুযোগ সন্ধানী-দেশবিরোধী এসব মহলের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের গুজব-অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। বর্তমান সরকার দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দিয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করলে দেশে উন্নয়ন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, পঞ্চগড়ের ঘটনায় প্রশাসন তৎপর থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে প্রশাসন সতর্ক রয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। 

এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here