• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সম্প্রীতি বজায় রাখতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ বিশ্বে সাম্প্রতায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, দেশের স্বাধীনতা অর্জনে সবার অবদান সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের জন্য রক্ত দিয়েছে। তাই সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িকতার সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী যেন দেশ ও জনগণের ক্ষতি করতে না পারে- সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনামূলক আন্তঃধর্মীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বলেছিল- আওয়ামী লীগ হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত। এই দল নির্বাচিত হলে দেশের সব মসজিদকে মন্দির বানিয়ে ফেলবে। অথচ গত ১৪ বছরে এই সরকার কোনো ধর্মের বিরুদ্ধে কাজ করেনি।

তিনি আরো বলেন, অনেকেই বলেন আমাদের দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই যাচ্ছে। অথচ সৌরি আরবের চেয়ে বাংলাদেশে খাবারের দাম কম। গত বছর যারা হজে গিয়েছিলেন তাদের দুটো ডিম ও ডাল দিয়ে ভাত খেতে খরচ হয়েছে ৩৫৬ টাকা। এ বছর তা আরো বেড়েছে। অথচ এই টাকায় আমাদের দেশে তিনবেলা পেট ভরে খাওয়া যায়।

এ সময় উপস্থিত ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল সাহিন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here