• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রোজায় বাজার নিয়ন্ত্রণের যথাযথ চেষ্টা করবো: বাণিজ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বাণিজ্যমন্ত্রী  টিপু মুনশি বলেছেন, রমজান মাস সংযমের মাস। এ মাসে ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা বাজার নিয়ন্ত্রণের যথাযথ চেষ্টা করবো। তবে আপনাদের সহযোগিতাও কাম্য। 

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তার অধিকার মানুষের অধিকার, এই দিবস সে কথায় মনে করিয়ে দেয়। ভোক্তাকে তার অধিকার সম্পর্কে জানাতে পারলে আমরা অর্ধেক যুদ্ধে জয়ী হয়ে যাব। আপনারা লক্ষ্য করবেন আমাদের কর্মকর্তারা বিভিন্ন বাজারে যাচ্ছে, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তিনি এক ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এপিজে আব্দুল কালাম বলেছিলেন- স্বপ্ন তা নয় যা আমরা ঘুমিয়ে দেখি। বরং স্বপ্ন তা যা আমাদের ঘুমোতে দেয় না।

টিপু মুনশি বলেন, যখন প্রথম ডিজিটাল বাংলাদেশের কথা আসলো। অনেকেই বলেছে তা দুঃস্বপ্ন। কিন্তু প্রধানমন্ত্রী সেই দুঃস্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- এফবিসিসিআই-এর সভাপতি মো জসিম উদ্দিন এবং কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

Place your advertisement here
Place your advertisement here