• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ব্যবসায়ীদের মানসিকতায় পরিবর্তন আনা উচিত: বাণিজ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রোজার মাসে ব্যবসায়ীদের সংযমী হওয়া উচিত মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তাদের মানসিকতায় পরিবর্তন আনা উচিত। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কারওয়ান বাজারের টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, জেল-জরিমানা করে ও শাস্তি দিয়ে বাজার সামলানো যায় না। কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়াতে সব সময় সক্রিয় থাকেন। তাদের নিজেদের শোধরানো উচিত।

বিশ্ববাজারে কোনো পণ্যের দাম বাড়লে ব্যবসায়ীরা একদিনের মধ্যে সে পণ্যের দাম বাড়িয়ে দেন, কিন্তু দাম কমলে তার সুফল ভোগ করতে ক্রেতাকে কম করে হলেও ১৫ দিন অপেক্ষা করতে হয় এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি ব্যবসায়ীদের মানসিকতার সমস্যা। রমজানে সারাবিশ্বের মুসলিম দেশগুলো যখন বিভিন্ন ধরনের ছাড় দেয়, তখন আমাদের ব্যবসায়ীরা উল্টো দাম বাড়িয়ে দেন। তাই প্রধানমন্ত্রীও ব্যবসায়ীদের সংযমী হতে বলেছেন।

রমজান মাসে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশে তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করেন। আমাদের উদ্দেশ্য পাঁচ কোটি মানুষকে টিসিবির আওতায় নিয়ে আসা। এতে করে গরিব মানুষ ন্যায্যমূল্যে পণ্য পাবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আমরা সবাই মিলে কাজ করতে চাই। তবে এরপরেও যদি বাজারগুলোতে পণ্যের দাম বেশি রাখা হয়, তাহলে তাদের বাজার কমিটির লাইসেন্স বাতিল করা হবে।

Place your advertisement here
Place your advertisement here