• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে: শিক্ষামন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বাংলাদেশ এগোয়নি। দেশে কোনো মানুষ এখন না খেয়ে থাকে না, দারিদ্র্য কমেছে। বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের সেবা করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কাজ করছেন।

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষকদের দাবি-দাওয়া সঠিক সময়ে বিবেচনা করা হবে। আপনাদের আবেদন আমি লিখে নিয়েছি। সময়মতো সেগুলো বাস্তবায়ন করবো।

শিক্ষকদের দাবিগুলো নিয়ে তিনি বলেন, ইবতেদায়ী পর্যায়ে উপবৃত্তি দেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। তাদের নির্দেশনার আলোকে ব্যবস্থা নেয়া হবে। উৎসব ভাতা ও জাতীয়করণের বিষয়গুলো সরকার বিবেচনায় নেবে। সরকারের জন্য এটি বিশাল পদক্ষেপ হবে সন্দেহ নেই।

এ সময় উপস্থিত ছিলেন- কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here