• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পঞ্চগড়ে নাশকতা, ১৬ মামলায় গ্রেফতার ১৮১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে দায়ের করা ১৬ মামলায় গ্রেফতার হয়েছেন ১৮১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

সালানায় নাশকতায় ঘটনায় ৮ম দিনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও দোকানপাট খুলছে। স্বাভাবিক জেলার আইনশৃংখলা পরিস্থিতি। সকাল থেকে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এখনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ এবং বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন সড়কে পিকআপে করে পুলিশের  টহল অব্যাহত রয়েছে। পঞ্চগড় পৌরসভার আহমদ নগর এলাকায় এখনো সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তবে সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট, স্থানীয়দের মাঝে রয়েছে গ্রেফতার আতংক
 
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদ জানান, নতুন করে আরো ৩টি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাব নিয়োজিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা জোড়দার করা হয়েছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না। 

Place your advertisement here
Place your advertisement here