• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পরমাণু ভবনে ধসের ঘটনায় গাফিলতি খতিয়ে দেখা হবে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের ভবনে ধসের ঘটনায় গাফিলতি হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। যারা এ ভবনের কাজের সঙ্গে জড়িত তাদের বিষয়েও দেখবো।

শনিবার সাভারের গনকবাড়িতে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ধসে যাওয়া ১২ তলা ভবন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, আমাদের এমন তিনটি কমপ্লেক্স রয়েছে। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে। সাভারের দুর্ঘটনাটি গুরুতর নয়। এমনকি ভবনটির ছাদও ঢালাই হয়নি, কাছাকাছি কিছু বীম ঢালাই হচ্ছিল- তখনই এ ঘটনা ঘটে। পরিদর্শন করে বোঝা যাচ্ছে কিছুটা গাফিলতি আছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা সিদ্ধান্ত দিয়েছি- ঠিকাদার ধসে যাওয়া অংশ পরিষ্কার করে নতুনভাবে কাজ করবে।

তিনি আরো বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভবন। এখানে ক্যান্সারের হাসপাতালসহ গবেষণা ও প্রশিক্ষণের কাজ করা হবে। আগে আমরা ক্যান্সার হলে শুধু পরিষ্কার করে দিতাম, কিন্তু এখানে সেই রোগের নির্ণয় ও চিকিৎসা করা হবে। সবচেয়ে বড় বিষয়- টাকা খরচ করে বিদেশে গিয়ে চিকিৎসা করাটা অনেক অংশে কমিয়ে আনতে পারবো এ হাসপাতালের মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম এনডিসি, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল, পরমাণু শক্তি কমিশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মুঞ্জুরুল হাসান প্রমুখ।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ১২ তলা ভবনটির নির্মাণাধীন ছাদ ধসে পড়ে। এতে সাতজন শ্রমিক আহত হয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here