• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পার্বত্যাঞ্চল অনেক সমৃদ্ধ: পরিবেশমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পার্বত্যাঞ্চল অনেক সমৃদ্ধ। এখানে জীববৈচিত্র্য রয়েছে। কিন্তু আপনারা পাহাড় ধ্বংস করছেন, বন ধ্বংস করছেন। খাবারের অভাবে হাতি লোকালয়ে চলে আসে। খাবারের ব্যবস্থা করে দিলে হাতি লোকালয়ে আসবে না।  

তিনি বলেন, দেশকে রক্ষা করতে হলে বন রক্ষা করতে হবে।

শুক্রবার বিকেলে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার প্রশান্তি পার্কে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণের সময় এ সব কথা বলেন পরিবেশমন্ত্রী। ক্ষতিগ্রস্ত ৩১ জনকে ৮ লাখ ৬৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

মো. শাহাব উদ্দিন বলেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। এসডিজি লক্ষ্য পূরণ করতে হলে ৩০ শতাংশ বন বাড়াতে হবে।

রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো.আমির হোসেন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ, পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর একান্ত সচিব মো. আখতারউজ-জামান, রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

Place your advertisement here
Place your advertisement here