• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আরো কমলো সোনার দাম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আন্তর্জাতিক বাজারে আরো কমেছে সোনার দাম। শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮২৯ ডলার ৪০ সেন্টে। খবর রয়টার্সের।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার দিনের শেষদিকে গত ফেব্রুয়ারি মাসের অর্থনীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর ওপর নির্ভর করে সুদের হার বাড়াবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে মূল্যবান ধাতুটির মূল্য কমেছে। 

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৮৩২ ডলার ৯০ সেন্টে।

সবমিলিয়ে চলতি সপ্তাহে বুলিয়নের দরপতন ঘটেছে ১ দশমিক ৪ শতাংশ। এ নিয়ে ৬ সপ্তাহের মধ্যে টানা ৫ সপ্তাহ দামি ধাতুটির দর কমলো।

জিওজিত ফিন্যান্সিয়াল সার্ভিসের পণ্য গবেষণার প্রধান হারেশ ভি বলেন, সম্প্রতি সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল। এতে ঘুরে দাঁড়িয়েছে ডলার। পাশাপাশি অনেক অর্থনীতিতে মন্দার আশঙ্কা কমেছে।

তিনি বলেন, সার্বিক কারণে সোনার মতো নিরাপদ আশ্রয় থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছেন বিনিয়োগকারীরা। তাতে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে। 

Place your advertisement here
Place your advertisement here