• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশ সফরে আসছেন না লিটল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল (১১ মার্চ) বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজের জন্য বেশ আগেই তিন ফরম্যাটে আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছিল আইরিশরা। তবে বাংলাদেশে আসার আগমুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে হচ্ছে তাদের।

ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ডের ওয়ানডে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশটির তারকা পেসার জশ লিটল। এদিকে ইনজুরির কারণে টি-২০ স্কোয়াডের কোনোর ওলফার্টও থাকছেন না। এই দুইজনের বদলি হিসেবে ওয়ানডে ও টি-২০ দলে জায়গা পেয়েছেন ফিওন হ্যান্ড। 

একইসঙ্গে টেস্ট স্কোয়াডেও এই পেস বোলিং অলরাউন্ডারকে অন্তর্ভূক্ত করা হয়েছে। ২৪ বছর বয়সী হ্যান্ড আয়ারল্যান্ডের হয়ে ৮ টি-২০ খেলেছেন। পাশাপাশি ২৮ টি স্বীকৃত টি-২০ ও ১৬ টি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে।

আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-২০ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

এরপর ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবির্নি। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম ম্যাচও খেলার কথা আছে আইরিশদের।

Place your advertisement here
Place your advertisement here