• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ভারতের জন্য জি২০ সম্মেলনে সম্মান পেয়েছে বাংলাদেশ-পররাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘জি২০ সম্মেলনে নয়াদিল্লি বাংলাদেশকে সম্মান দিয়েছে বলেই বাকি দেশগুলোও সম্মান দেখিয়েছে। এটি ভারতের বন্ধুত্বের বড় নিদর্শন। ভারতের আমন্ত্রণ আমাদের জন্য বড় পাওয়া।’ 

গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি২০ সম্মেলনে ভারতের আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সদস্য না হয়েও আমন্ত্রণ পেয়েছে। জি২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ বিভিন্ন বিষয় তুলে ধরেছে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও প্রত্যাবাসন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় বাংলাদেশ তুলে ধরেছে।’

তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে স্বল্প আয়ের দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ হবে। এ উত্তরণের পর বাংলাদেশের বিভিন্ন সুবিধা কর্তন হবে। পরীক্ষায় পাস করলে পুরস্কৃত করা উচিত। আমরা চেয়েছি, সুবিধা বাদ দিলেও যাতে যথেষ্ট সময় দেওয়া হয়।

দিল্লি সফর ফলপ্রসূ হয়েছে মন্তব্য করে ড. মোমেন বলেন, ভারতের সঙ্গে ছোটখাটো সমস্যাসহ সীমান্তে হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভারত চায় না সীমান্তে একটি মানুষও মারা যাক। তারা আমাদের ডিজেল দেবে। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রস্তুত হয়ে গেছে। আগামী ১৮ মার্চ এ পাইপলাইন দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

Place your advertisement here
Place your advertisement here