• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সারাদেশের ১৯টি কেন্দ্রে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সারাদেশের ১৯টি কেন্দ্রের অধীনে ৫৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা। অংশ নিয়েছেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী।

শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের এই সময়ের মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। ফলে ভর্তির জন্য এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৩২ জন শিক্ষার্থী। আর ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি। সব মিলিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ১১ হাজার ১২২ জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ হিসাবে সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য গড়ে ১২ দশমিক ৫ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Place your advertisement here
Place your advertisement here