• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দেশে শান্তি বজায় রাখতে কাজ করছে সরকার: আবুল হাসনাত আবদুল্লাহ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ বলেছেন, সারাদেশে শান্তি ও শৃংখলা বজায় রাখতে সব পদক্ষেপ নিয়েছে সরকার। পাবর্ত্য এলাকার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ দমনে কাজ চলছে।

বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সেখানে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না, যা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে আরো উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিচুক্তি বাস্তবায়ন করায় পার্বত্য অঞ্চলে শান্তি ফিরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পার্বত্য অঞ্চলের মানুষের আস্থা ও ভালবাসা আছে। পাবর্ত্য অঞ্চলকে সবদিক দিয়ে সমৃদ্ধ করতে যা যা দরকার, সবই করছে সরকার। 

Place your advertisement here
Place your advertisement here