• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

প্রধানমন্ত্রী পাবনাবাসীকে নতুন পরিচয় দিয়েছেন: ডেপুটি স্পিকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, এক সময় পাবনা জেলা নকশাল, চরমপন্থী, মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের হত্যাকারী ও মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী রাজাকার-আল বদরের আস্তানা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জায়গা হিসেবে পরিচিত ছিল। এসব কালিমা দূর করে পাবনাবাসীকে নতুন চেতনা ও নতুন ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উত্তরারপাবনা সোসাইটি, ঢাকা’র  ৫ম বার্ষিক বনভোজন ২০২৩ উপলক্ষে ‘এক পাবনা, এক ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘সুধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শামসুল হক টুকু বলেন, অতীতে পাবনার যে পরিচয় ছিল, সেসব ভুলে প্রতিটি ক্ষেত্রে পাবনাবাসীকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এখন বাংলাদেশের রাষ্ট্রপতি পাবনা জেলার সন্তান। তার সম্মান রক্ষার্থে এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে পাবনাবাসীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরো বলেন, পাবনাবাসী আর কখনোই নকশাল, উগ্রপন্থী ও জঙ্গি তৈরির কারখানার সঙ্গে যুক্ত হবে না এবং কাউকে হতেও দেবে না। এই অঙ্গিকার নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

উত্তরা পাবনা সোসাইটি, ঢাকা’র সভাপতি ড. আমিন উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা ২ আসনের এমপি আহমেদ কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া এতে পাবনার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here