• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন: ধর্ম প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রমজানের সময় দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা বা পূজা এলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় সুযোগ খুঁজে নেন এবং দ্রব্যের মূল্য বাড়িয়ে দেন। তবে প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন।

বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, গত বছর হজের ব্যাপারে সাংবাদিকরা মন্দ কিছুই বলেনি, তাই আমরা বলতে পারি গত বছর অনেক ভাল হজের ব্যবস্থাপনা হয়েছে। যারা হজ করেছেন তারা বলেছেন, গত বছরের মত হজ অতীতে হয়নি। জানি না এ বছর কি হবে, তবে গত বছরের মত করতে পারলে সম্মানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাবো।

এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের নেতারা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here