• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

গুলিস্তানে বিস্ফোরণ: আহতদের দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গুলিস্তানে বিস্ফোরণে হতাহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি ক্ষতিগ্রস্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়। এ ঘটনায় এ পর্যন্ত শতাধিক আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শনকালে জাহিদ মালেক বলেন, 'গুলিস্তানের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা হয়েছে। সেখান থেকে ১২ জনকে নিহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ পর্যন্ত ১৬ জন মারা গেছে এবং ১১২ জনের মতো মানুষকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। এখন ভর্তি আছে প্রায় ৬৭ জন। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে।'

তিনি আরো বলেন, 'আমরা হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি। আমাদের ডাক্তার, নার্স যারা ছিলেন সবাইকে আমরা এখানে নিয়ে এসেছি। আমাদের যে ইমার্জেন্সি ব্যবস্থা আছে ওসেক, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে আহতদের ওয়ার্ড বা আইসিইউ যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।'

'আমাদের একটি ইমার্জেন্সি সিস্টেম আছে ঢাকার জন্য' উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ঘটনার সাথে সাথে সবাই মেসেজ পেয়ে এসে চিকিৎসা করছে। আমাদের আশপাশে যে সকল হাসপাতাল আছে সেখানেও আমরা ব্যবস্থা করে রেখেছি, সেখানের ডাক্তাররাও রেডি আছে। এখানে যদি জায়গার অভাব হয় তাহলে বার্ন ইউনিটে, সলিমুল্লাহ মেডিক্যালে আমরা রোগী নিয়ে যেতে পারব।'

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ইতিমধ্যে আমরা জেনেছি আহতদের অনেকেই মাথায় আঘাত বেশি পেয়েছে। রক্তক্ষরণের কারণে বেশি মৃত্যু হয়েছে, অনেকে আবার পুড়েও গেছে। আমাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে সাত জন ভর্তি হয়েছে। তাদের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। অনেকে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার এখানে চলে আসছে। এখানে চিকিৎসার সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।'

Place your advertisement here
Place your advertisement here