• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দলীয় কোন্দলে দিশেহারা ঝালকাঠি বিএনপি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

অঙ্গ-সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি, নেতাদের নিষ্ক্রিয়তা এবং দলীয় কোন্দলে দিশেহারা ঝালকাঠি বিএনপি। এসব কারণে দলীয় কার্যক্রমও সঠিকভাবে পালন করতে পারছেন না নেতাকর্মীরা।

দলীয় কোন্দলের কারণে সাংগঠনিক অবস্থান শক্ত করতে পারেনি জেলা বিএনপি। এতে অনেক ত্যাগী নেতা হতাশায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। দুই বছর পার হলেও জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পূর্ণতা পায়নি। এছাড়া জেলা ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগে। জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়েছে। যুবদলেরও কয়েকটি ইউনিট কমিটি নেই। এমন পরিস্থিতিতে জেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মী দলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান।

জানা গেছে, জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নিষ্ক্রিয় রয়েছেন ১০ থেকে ১৫ জন সিনিয়র নেতা। তাদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাবেক সদর উপজেলা সভাপতি সরদার এনামুল হক এলিন, আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজাপুর উপজেলার সম্পাদক নাসিম উদ্দিন আকন।

বিএনপি নেতা মোস্তফা কামাল মন্টু জানান, দলীয় কর্মসূচি পালন না করতে পারার দায় আহ্বায়ক কমিটির। এ কমিটি সবাইকে নিয়ে একটি সভা পর্যন্ত করতে পারেনি। এ কমিটির পদধারীরা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here