• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশ-ভারত বাণিজ্য হতে পারে টাকা ও রুপিতে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
ভারত ও বাংলাদেশ শীঘ্রই সরকারী মুদ্রা হিসেবে ডলারকে সরিয়ে রুপি ও টাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য করবে বলে আশা করা হচ্ছে। বেঙ্গালুরুতে সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে উভয় প্রতিবেশী দেশের কর্মকর্তারা এই বিষয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশের এক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এর গভর্নর শক্তিকান্ত দাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে এমন একটি ব্যবস্থা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। যেখানে ডলারে লেনদেন করা হবে না। 

আরবিআই গভর্নর দ্বৈত মুদ্রার ধারণা নিয়ে বোর্ডে থাকবেন বলে জানা গেছে। উভয় দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এ পদ্ধতি নিয়ে কাজ করবে। শীঘ্রই এটি একটি পরীক্ষার ভিত্তিতে রোল আউট করা হবে বলে জানা গেছে।

Place your advertisement here
Place your advertisement here