• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পঞ্চগড়ের সহিংসতায় বিএনপি-জামায়াত জড়িত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় বিএনপি-জামায়াত জড়িত বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া একজন বিএনপি নেতা স্বীকারোক্তিও দিয়েছেন বলে জানান তিনি।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াতের কর্মী ও বিএনপির নেতারা জড়িত হয়ে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানটি (সালানা জলসা) করতে বাধা দেন। একপর্যায়ে তাদের বাড়িঘরে আগুন দেয়া হয়। যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানেও আগুন দেয়া হয়। এতে আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্য মারা যান। শিবিরের এক নেতা, যিনি সেখানে গিয়েছিলেন, তিনিও এ ঘটনায় আহত হয়ে পরে মারা যান।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পঞ্চগড়ের ওই ঘটনায় ৭টি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপির নেতা ফজলে রাব্বী আছেন। তিনি স্বীকারোক্তি দিয়েছেন- তারা অনুষ্ঠান বন্ধ করার জন্য এসেছিলেন। ঘটনার নেপথ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন মামলা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশের কোনো ব্যর্থতা আছে কি না সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here