• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

`স্মার্ট বাংলাদেশ গড়তে চেয়ারম্যানদের একযোগে কাজ করতে হবে`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে জেলা পরিষদের চেয়ারম্যানদের সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, আইনের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যানরা ক্ষমতায়িত হয়েছেন। এর মাধ্যমে আবার তাদের জবাবদিহিতাও নিশ্চিত করা হয়েছে। 

সোমবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত সব জেলা পরিষদ চেয়ারম্যানদের জন্য এক অবহিতকরণ কর্মশালায় তিনি একথা বলেন।

কর্মশালার সূচনা বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেন, এ কর্মশালার মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যানরা তাদের আইনের পরিধি এবং এখতিয়ার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন। এর ফলে জেলা পরিষদ আরো শক্তিশালী হবে। 

তিনি বলেন, সময়ের সঙ্গে আইন পরিবর্তনশীল। আইনের সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিবর্ধন হবে। জেলা পরিষদের চেয়ারম্যানরা আইনের বিধি-বিধানগুলো এ কর্মশালার মাধ্যমে জানবেন এবং সে অনুযায়ী মানুষকে সেবা দেবেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয় এবং জেলা পরিষদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হবে, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের আরেক ধাপ এগিয়ে নেবে।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদ চেয়ারম্যানদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দেন। অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

Place your advertisement here
Place your advertisement here