• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সবার অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন চাই: কামরুল ইসলাম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা সবার অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন প্রত্যাশা করি। সোমবার বিকেলে ঢাকার কেরাণীগঞ্জের কবি নজরুল উচ্চবিদ্যালয় ও হযরতপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশে তামাশার কোনো নির্বাচন চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। তত্ত্বাবধায়ক সরকারের ফিরে আসার আর কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন সম্ভব না। আওয়ামী লীগ একতরফা নির্বাচন চায় না। আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন চায়।

স্মার্ট বাংলাদেশের বিরুদ্ধে যারা বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, একটা গোষ্ঠী মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চায় না। বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের চূড়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর স্বাধীনতাবিরোধী গোষ্ঠী বাংলাদেশকে পিছিয়ে নিয়ে পুনরায় পাকিস্তান বানাতে চায়। এই গোষ্ঠীকে প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে এগিয়ে যাবো।

Place your advertisement here
Place your advertisement here