• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

২৫ মার্চ রাতে ‌‘ব্ল্যাকআউট’ থাকবে বাংলাদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাতে ১ মিনিটের জন্য ‘ব্ল্যাকআউট’ থাকবে বাংলাদেশ। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাকআউট থাকবে। এক মিনিটের জন্য সব ধরনের আলো বন্ধ হয়ে যাবে।

এর আগে, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারে যাবেন। বিদেশি কূটনীতিকরাও সেখানে যাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৫ মার্চ ইতিহাসে একটি কলঙ্কিত কালরাত। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

Place your advertisement here
Place your advertisement here