• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

জনবান্ধব ভূমি সেবা দিতে হবে: ভূমিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, জনবান্ধব ভূমি সেবা দিতে ভূমি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। এ খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ নিয়ে সুশাসন নিশ্চিতে কাজ করতে হবে। রোববার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে আয়োজিত ১৩৩তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রশিক্ষণ শেষ করা কর্মকর্তাদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, মানুষকে কষ্ট দেবেন না। আপনাদের আউট অব দ্য বক্স চিন্তা করতে হবে এবং মানসিকতা বদলাতে হবে। প্রত্যেককে নিজ নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। মানুষকে কীভাবে সেবা দেওয়া যায় সেটা চিন্তা-ভাবনায় থাকতে হবে।

তিনি আরো বলেন, ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা ডিজিটাইজেশনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় শুরু হওয়া ভূমি সংস্কার কার্যক্রম কেবল স্লোগানে সীমাবদ্ধ নয়- আজ তা বাস্তব। সিভিল সোসাইটির প্রতিনিধিরাও বর্তমান সরকারের ভূমি সংস্কার কার্যক্রমকে অনুপ্রেরণামূলক উদ্যোগ বলে বর্ণনা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল বারিক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here