• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

মৎস্যজীবী লীগ দেশের মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করে যাবে: মাশরাফী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, মৎস্য সম্পদ আমাদের পুষ্টি চাহিদার বড় অংশ মিটিয়ে থাকে। মৎস্যজীবীসহ এই পেশায় জড়িতরা আমাদের এই পুষ্টি চাহিদা মেটানোর ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখে আসছেন। মৎস্যজীবী লীগ দেশের মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করে যাবে। মৎস্যজীবী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের অধিকার রক্ষায় পাশে থাকবে মৎস্যজীবী লীগ।

শনিবার দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এমপি মাশরাফী বলেন, নড়াইল জেলা মৎস্যজীবী লীগের এই কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে। নতুন কমিটি ভবিষ্যতে ভালো কাজ করবে। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে বড় ধরনের ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন- মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, সাজ্জাদুল হক লিকু সিকদার, সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এসএম পলাশ, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here