• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার দেবে জাপান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) ১০ লাখ মার্কিন ডলার জরুরি খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

শুক্রবার (৩ মার্চ) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাপান দূতাবাস জানায়, অর্থায়নের ঘাটতির কারণে ডব্লিউএফপি কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা বন্ধ করতে বাধ্য হয়েছে।

বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, জাপান রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির খাদ্যের জরুরি আবেদনে সাড়া দেওয়ার জন্য প্রথম দাতাদের মধ্যে অতিরিক্ত ১০ লাখ মার্কিন ডলার জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি, এ সহায়তা খাদ্য সংকটের জরুরি প্রয়োজন মেটাতে সহায়তা করবে।

রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে জাপান বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত।

উল্লেখ্য, রোহিঙ্গাদের জন্য ২০১৭ সালের পর থেকে ২০৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করেছে জাপান।

Place your advertisement here
Place your advertisement here