• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

চলচ্চিত্র তার গতি হারাচ্ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ বলেছেন, দিনে দিনে চলচ্চিত্র তার গতি হারাচ্ছে। আর চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিল তারাও আর নেই এ ব্যবসায়। বিশেষ করে সিনেমাহলগুলো ভেঙে শপিং মল তৈরি করা হচ্ছে।

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ।

কে.এম. খালিদ বলেন, 'চলচ্চিত্র মনের কথা বলে। একসময় চলচ্চিত্র দেখার জন্য আমাদের উৎসাহ উদ্দীপনার শেষ ছিল না। এমনকি রিলিজ হওয়ার আগেই হলে হলে ঘুরে ঘুরে গিয়ে ছবি দেখতাম। সেসব দিন এখন সুদূর অতীত। ৫০ বছর অতিক্রম করে এসেছি আমরা। তবে আজ আবার একটু একটু করে এ শিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।'

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহ্উদ্দিন শাকের।

সমাপনী ও পুরস্কার বিতরণীতে প্রদর্শিত ৩৬ চলচ্চিত্রের মধ্যে ৭ ক্যাটাগরিতে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ২০ জন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূল্য থাকছে শ্রেষ্ঠ চলচ্চিত্র- ২লক্ষ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা- ১ লক্ষ ৫০ হাজার টাকা, বিশেষ জুরি-১ লক্ষ টাকা, শ্রেষ্ঠ চিত্র গ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার, এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পেয়েছেন ৫০ হাজার টাকা। মনোনীত ২০ জনের মধ্যে থেকেই অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

Place your advertisement here
Place your advertisement here