• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

চরাঞ্চলের জীবনমান উন্নত হয়েছে: পানিসম্পদ উপমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিতকায় চরাঞ্চলগুলো বিদ্যুতের আওতায় আনা হচ্ছে। ফলে চরাঞ্চলের জনপদের জীবনমান উন্নত হয়েছে।

শুক্রবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়ায় ৩৩ কেভি ডাবল সার্কিট রিভার ক্রসিং টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, চরাঞ্চল কৃষি ও মৎস্যভিত্তিক শিল্পখাতের জন্য সম্ভাবনাময়। কৃষি ও মৎস্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ও উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে অর্থনৈতিক অঞ্চল করার কাজ চলছে। এখন বিদ্যুৎ সংযোগও এসে গেছে।

তিনি আরো বলেন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পদ্মা নদীবেষ্টিত শরীয়তপুর ও চাঁদপুরের ৫৭টি গ্রামে বিদ্যুৎ দেওয়া হয়েছে। এই চরাঞ্চলে সাড়ে ১২ হাজার গ্রাহক। এখন রিভার ক্রসিং টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হলো। এতে ব্যয় হয়েছে ১২ কোটি টাকার বেশি।

এ সময় উপস্থিত ছিলেন- শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক,পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধায়ক প্রকৌশলী লতিফ সরদার, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যিৎ সমিতির মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ আলী, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জুলফিকার রহমান প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here