• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আইনজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তবে আইনজীবীদের সেই মতবিরোধের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। সেবা নিতে এসে মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে দল-মত নির্বিশেষে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন।

আদালত চত্বরে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় জনগণ যেন দ্রুত ন্যায়বিচার পান তা নিশ্চিত করতে বিচারকদের আরো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

Place your advertisement here
Place your advertisement here