• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

স্বল্প খরচে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে: হুইপ স্বপন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, চিকিৎসার জন্য গ্রামের মানুষকে যেন ঢাকা-রাজশাহী দৌড়াতে না হয়, সে জন্য জেলায় আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। স্বল্প খরচে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে।

শুক্রবার সকালে শহরের আমতলী এলাকায় অত্যাধুনিক জয়পুরহাট ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান একরামুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

হুইপ স্বপন বলেন, প্রতিটি জেলায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা দরকার। এ জন্য প্রয়োজনে প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, টিএমএস এস মেডিকেল কলেজের অধ্যক্ষ আ. গফুর, জেলা আওয়ামী লীগের সভাপতি  আরিফুর রহমান রকেট, ডায়ালাইসিস সেন্টারের পরিচালক ডা. গোলাম মোক্তাদির শাহীন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক, সরকারি কর্মকর্তা, বিশিষ্টজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

চিকিৎসকরা জানান, জয়পুরহাটে প্রথম বেসরকারি ডায়ালাইসিস সেন্টার চালুর মাধ্যমে জেলায় আধুনিক চিকিৎসার নতুন দ্বার উন্মোক্ত হল। গরীব রোগীদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করা হবে এই সেন্টারে। এতে করে খরচ এবং সময় উভয় কম হবে। 

Place your advertisement here
Place your advertisement here