• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

১২১ কোটি টাকার চোরাই পণ্য ও অস্ত্র-গুলি উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গত মাসে (ফেব্রুয়ারি) দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২০ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের চোরাই পণ্যসামগ্রী এবং অস্ত্র-গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জব্দকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ২২ কেজি ১৬৩ গ্রাম স্বর্ণ, ৩ কেজি ৬৩০ গ্রাম রুপা, ১ লাখ ২৯ হাজার ৩৫৬টি কসমেটিকস সামগ্রী ইত্যাদি। আর উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, একটি এসএমজি, একটি রিভলভার, একটি রাইফেল, চারটি বিভিন্ন ধরনের গান, দুটি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি।

একই সময় সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িতের অভিযোগে ১৩১ চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪১ বাংলাদেশি ও ১০ ভারতীয়কে আটক করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here