• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ভূমি সংক্রান্ত মোবাইল অ্যাপ ২৯ মার্চ উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
আগামী ২৯ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে ভূমি সেবা অ্যাপ। এর মাধ্যমে নাগরিকরা তাদের জমির দৈর্ঘ্য-প্রস্থ, অবস্থান ও পরিমাপ তাৎক্ষণিকভাবে পাবেন।

বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযো গিতায় ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক সংলাপে এ তথ্য উঠে এসেছে।

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর বিচারাধীন মামলার প্রায় ৬০ শতাংশই জমিজমা সংক্রান্ত। এ বিষয়গুলো নিষ্পত্তির জন্য বাংলাদেশ সরকার ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনসহ নানা ধরনের উদ্যোগ নিয়েছে। 

সংলাপের মুখ্য বক্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ২৯ মার্চ প্রধানমন্ত্রী ভূমি সংক্রান্ত মোবাইল অ্যাপের উদ্বোধন করতে যাচ্ছেন। যেখানে ভূমি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 

তিনি আরো বলেন, ১৪ এপ্রিল থেকে ভূমি মন্ত্রণালয় থেকে খাজনা দেওয়াও অনলাইনে করা হবে।  ফলে সেবা গ্রহণকারীরা যেকোনো স্থানে বসে খাজনা প্রদান করতে পারবে।

অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

Place your advertisement here
Place your advertisement here