• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে সুষ্ঠু নির্বাচন সম্ভব: ইসি আলমগীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমাদের কাজ নিরপেক্ষ নির্বাচন করা। নিরপেক্ষভাবে নির্বাচন করলে সব রাজনৈতিক দল অংশ নেবে। সংবিধান আমাদের যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছে তার পুরোটা প্রয়োগ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। ভোটার ও রাজনৈতিক দলগুলোকে সেই প্রতিশ্রুতি দিতে চাই।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভোটদানের হার কমে যাওয়ার বিষয়ে ইসি আলমগীর বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনার মধ্যে আমাদের কিছু নির্বাচন করতে হয়েছে। তখন অনেকে ভয়ে ভোট দিতে আসেননি। সেই সময় যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোর নানা রকম পরিস্থিতি ছিল। স্বাভাবিক কারণেই ভোট কাস্টিং কমেছে। 

তিনি আরো বলেন, সব রাজনৈতিক দলের আমাদেরকে আস্থায় নেয়া উচিত। কারণ এই নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রতিটি নির্বাচনই সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছে। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ-নিরপেক্ষ হবে। আমাদের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here