• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সরকারি নির্মাণ কাজে শতভাগ ব্লক ইটের ব্যবহার নিশ্চিত করার তাগিদ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সরকারি নির্মাণ কাজে শতভাগ ব্লক ইটের ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে ব্লক ইট তৈরিতে ভাটা মালিকদের সুযোগ সুবিধা ও ব্লক ইট ব্যবহারের সুফল সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সোমবার শেরেবাংলা নগরের পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার, মো. রেজাউল করিম বাবলু ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষির উপর সর্বাধিক গুরুত্বারোপ করার যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে পরিবেশ অধিদপ্তরে কর্মরত ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানাসহ উভয় দণ্ড বলবৎ করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। এ ছাড়া কক্সবাজার জেলার চকরিয়ায় বন বিভাগের বনকর্মীদের পিটিয়ে মাটির ট্রাক ছিনতাই ঘটনায় জড়িত ব্যক্তিগণের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের মাধ্যমে মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

Place your advertisement here
Place your advertisement here