• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মিঠামইন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে কিশোরগঞ্জের মিঠামইনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর মিঠামইন হাওরে পৌঁছার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর সূত্রে জানা গেছে, প্রথমে তিনি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের সামনে অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছাবেন। পরে সেখান থেকে সেনানিবাসে গিয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেনানিবাসের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যাবেন। সেখানে জোহরের নামাজ ও দুপুরের খাবার খাবেন। বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বরণ করতে সুধী সমাবেশের মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এই উপলক্ষে গতকাল বিকেল থেকেই হাওরে আসতে শুরু করেছেন জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছে।

রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, আমাদের হাওরে প্রধানমন্ত্রীর এই সুধী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। শুধু নেত্রীর কারণে সুধী সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হবে। ইতোমধ্যে অনেক লোকজন মাঠে চলে এসেছেন। মাঠের বাইরেও অবস্থান করছেন অনেকে। প্রধানমন্ত্রী পৌঁছালে আরও মানুষের সমাগম হবে।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনো চাওয়া নেই। হাওরের উন্নয়নে তিনি সব করে দিয়েছেন। তার জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজীবন। প্রধানমন্ত্রী হাওরে আসছেন এটাই আমাদের বড় পাওয়া।

সুধী সমাবেশে শেষ করে আজ বিকেলে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে মিঠামইন ত্যাগ করবেন।

Place your advertisement here
Place your advertisement here