• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অপার সম্ভাবনা’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অপার সম্ভাবনা এবং ইউরোপিয়ান চেইন অব কমার্সের অংশ হওয়ার সুযোগ রয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশকে মেধা ও পরিশ্রম দিয়ে ইউরোপের বাজার ধরতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার ও ইন্ডাস্ট্রির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে কাজ করতে আগ্রহী।

সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার বেসিস সফটএক্সপো আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চার্লস হোয়াইটলি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সফটএক্সপো ২০২৩ এর সমাপনী দিন রোববার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘২০২৫ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাতের রফতানি আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীতকরণ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন। প্রধান বক্তা ছিলেন গবেষণা সংস্থা র‌্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মাদ আব্দুর রাজ্জাক। আলোচক হিসেবে ছিলেন বেসিস পরিচালক রাশাদ কবির, উনিপেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেক্সটার রিলেই ও ই-ট্রেইন এর নির্বাহী পরিচালক ডাটো এরিক কু উইই ফেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসিস এর আন্তর্জাতিক বাজার উন্নয়ন বিষয়ক কমিটির চেয়ারম্যান টি আই এম নুরুল কবির।

Place your advertisement here
Place your advertisement here