• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম: আইজিপি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,পুলিশ দেশের প্রচলিত আইনে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে পুলিশ এর আগে আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।

সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ সমাবেশে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান মেনে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। এ নির্বাচনেও ইসির দেওয়া যেকোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত।

তিনি আরো বলেন, দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। আর সেই হিসেবে আমি বলবো, আমাদের পুলিশের প্রযুক্তিগত দক্ষতা সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডা. তৈয়্যবা মুসাররাত চৌধুরী, এডিশনাল আইজিপি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here