• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তত্ত্বাবধায়ক সরকার ছিল অস্বাভাবিক: ওবায়দুল কাদের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছিল অস্বাভাবিক। এদেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের আশা কোনোদিন পূরণ হবে না। তারা নির্বাচনে না এলে জোর করে আনা হবে না।

রোববার রাজধানীর কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়েছে। ২০১৩-২০১৫ সালে সারাদেশে নাশকতা করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, যানবাহন জ্বালিয়ে দিয়েছে। ভাবতে কষ্ট হয় সেই বিএনপি আবারো ক্ষমতায় যেতে চায়। কিন্তু জনগণ এখন সচেতন। বর্তমানে এদেশে বিএনপির ক্ষমতা ফিরে পাওয়া কঠিন।

তিনি আরো বলেন, সংবিধান মেনে নির্বাচনে না এসে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা অতীতের মতো এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে গোলমাল পাকানোর চেষ্টা করছে। কিন্তু কোনো চক্রান্তই শেখ হাসিনাকে হটাতে পারবে না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বঙ্গভবনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আর কারো আমলে তা হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খেলতে না পারলে আমরা কী করব? যারা নির্বাচন প্রতিহত করতে আসবে তাদের সঙ্গেই খেলা হবে। নির্বাচন বানচালের অপচেষ্টাকারীদের মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে দুর্নীতি-ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। অর্থ পাচার-চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে খেলা হবে। আর ফাইনাল খেলায় শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় হবে।

Place your advertisement here
Place your advertisement here