• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

`প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখান না, বাস্তবায়নও করেন` 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নও করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য তিন জেলায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। 

তিনি বলেন, পরিকল্পনা বিভাগে আরো ১ হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তা অনুমোদিত হলে পার্বত্য অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎবিহীন এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে।  

শুক্রবার জেলার সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মরিশ্যা বিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গম এলাকার ৬৩৯ সুবিধাভোগী পরিবারের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে সোলার হোম প্যানেল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে, দেশবাসী দেখতে পাচ্ছে। সবকিছুই দৃশ্যমান।

তিনি বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকারের দায়িত্ব গ্রহণের পর পরই দেশের গরিব, দুঃখী, অসহায় মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতার ব্যবস্থা করেছেন। 

দেশের পার্বত্য তিন জেলার উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করতে পার্বত্যবাসীর প্রতি এসময় আহ্বান জানান বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে সভায় পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-প্রশাসন ইফতেখার আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক মো. হারুন-অর-রশিদ প্রমুখ বক্তব্য দেন।

Place your advertisement here
Place your advertisement here