• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশকে ধন্যবাদ জানাল রাশিয়া

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
ইউক্রেনে যুদ্ধের অবসান এবং রাশিয়াকে অবিলম্বে সেই দেশ থেকে সেনা প্রত্যাহারের দাবি’ জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সর্বশেষ গৃহীত প্রস্তাবে ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

ঢাকার রুশ দূতাবাস শুক্রবার এক টুইটবার্তায় বলে,‘বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।

জাতিসংঘে নিযুক্ত মস্কোর স্থায়ী দূত ভ্যাসিলি নেবেনজিয়ার উদ্ধৃতি দিয়ে টুইটে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ‘রুশ-বিরোধী’ প্রস্তাব বিশ্বকে ইউক্রেন সংঘাতের অবসানের কাছাকাছি নিয়ে আসবে না।

বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ১৪১টি সদস্য রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দেয়, ৭টি রাষ্ট্র বিপক্ষে ভোট দেয় এবং ৩২টি রাষ্ট্র ভোট দানে বিরত থাকে।

বাংলাদেশ, তার আঞ্চলিক প্রতিবেশী ভারত, চীন, পাকিস্তান ও শ্রীলংকাসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

বেলারুশ, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া, রাশিয়া ও সিরিয়া এই সাতটি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে।

Place your advertisement here
Place your advertisement here