• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে: পররাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কংগ্রেসম্যান ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‌্যাংকিং সদস্য গ্রেগরি মিকসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এ সময় যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে মার্কিন কংগ্রেসম্যানের সাহায্য চান ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্ব দরবারে স্বীকৃত ও প্রশংসিত।

দুই দেশের বাণিজ্যিক ও বিনিয়োগ সুদৃঢ় করতে মার্কিন কংগ্রেসম্যানের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বন্ধু। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

বাংলাদেশকে রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় মানবিক ও রাজনৈতিক সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান ড. এ কে আব্দুল মোমেন। রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মিকসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ), তৌফিক ইসলাম শাতিল প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here